• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাইকের ধাক্কায় আহত শিশুর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৩:১৭ পিএম
বাইকের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

রাজধানীর সবুজবাগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশু সাকিব (৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান।

জানা গেছে, সাকিবের বাবার নাম হারেজ মিয়া। পরিবার নিয়ে হারেজ মিয়া সবুজবাগ বাইকদিয়া এলাকায় থাকেন। দুই ভাই এক বোনের মধ্যে সাকিব সবার ছোট। কয়েক দিন আগে স্থানীয় একটি স্কুলে ভর্তি করা হয়েছিল তাকে।

এ বিষয়ে শিশুটির মামাতো ভাই হিমেল বলেন, “গতকাল (রোববার) বিকেলে বাসা থেকে বের হয়ে মানিকদিয়া নাহার মেমোরিয়াল স্কুলের পাশে একটি দোকানে গিয়েছিল সে। সেখানেই একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সাকিবের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার কোনো উন্নতি না হলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল হাসপাতাল। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।”

Link copied!