ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ মার্চ) সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন চত্বরে তথ্যমন্ত্রণালয়ের আওতাধীন তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুল হক।
মো. মিজানুল হক বলেন, “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু বাঙালি জাতির জন্য নয়, এটি পুরো বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণার এবং দলিল হিসেবে আখ্যায়িত। ইউনেস্কোর স্বীকৃতি এটাই প্রমাণ করে। গণতন্ত্র প্রতিষ্ঠায় ন্যায়ের প্রতি অবিচল থাকা গোষ্ঠী ভেদে বৈষম্য দূরীকরণে এ ভাষণ যুগে যুগে অনুপ্রেরণা, শক্তি এবং সাহস যোগাবে বলে আমি মনে করি।”
বঙ্গবন্ধুর ১২৮টি আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট দুই অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।