রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চল এলাকায় প্রেমিকের সঙ্গে ঝগড়া করে জান্নাতুল ফেরদৌস (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন।
বুধবার (২৩ মার্চ) দুপুরে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় বাড্ডা থানা-পুলিশ।
নিহত কিশোরী উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
নিহতের জান্নাতুলের বাবা জহুর আলী ভূঁইয়া বলেন, “আমার মেয়ে উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত পাঁচ মাস ধরে ওই মাদ্রাসার ছাত্র ঈশানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল (মঙ্গলবার) রাতে ঈশানের সঙ্গে ফোনে কথা বলার সময় তাদের মধ্যে ঝগড়া হয়। পরে সবার অগোচরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়।”
জহুর আলী আরও বলেন, “আমাদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার তালকানা গ্রামে। বর্তমানে আমরা উত্তর বাড্ডার পূর্বাঞ্চলের কবরস্থান রোডের একটি বাসায় থাকি।”
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “কিশোরী জান্নাতুল ফেরদৌস মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বর্তমানে তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
এছাড়া প্রাথমিকভাবে ধারণা করছি, প্রেমিকের সঙ্গে ঝগড়ার কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।