• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পঞ্চম ধাপে ইউপি ভোটের তফসিল সোমবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৯:৩১ পিএম
পঞ্চম ধাপে ইউপি ভোটের তফসিল সোমবার
ফাইল ছবি

সারা দেশে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটের তফসিল আগামীকাল সোমবার (২২ নভেম্বর) ঘোষণা করা হবে। 

এদিন নির্বাচন কমিশনের ৯০তম সভার এজেন্ডায় পঞ্চম ধাপের ইউপি ভোটের বিষয়টি রাখা হয়েছে। এতে সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

গত ১৫ নভেম্বর সংবাদ সম্মেলনে সিইসি জানিয়েছিলেন, আগামী কমিশন সভায় পঞ্চম ধাপের ইউপি ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত ডিসেম্বরের মধ্যেই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, পঞ্চম ধাপে প্রায় এক হাজারের মতো ইউপির তফসিল ঘোষণা করা হবে। এছাড়া এ ধাপের ইউপি ভোটের তারিখ ও ইউপির সংখ্যা ঘোষণা করা হবে। সোমবার কমিশন সভায়ই পঞ্চম ধাপের ভোটগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে চলতি বছরের গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১০০৪ এবং চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর ৮৪০টি নির্বাচন অনুষ্ঠিত হবে। 
 

Link copied!