• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

নগর ভবনের ভেতরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৩:৩৫ পিএম
নগর ভবনের ভেতরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা
নগর ভবনের ভিতরে আন্দোলনরত শিক্ষার্থীরা/ ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীর নগর ভবনের ভেতরে অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ৩টার দিকে নগর ভবনের পকেট গেট খুলে ভেতরে প্রবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে গুলিস্তান থেকে নগর ভবনের উদ্দেশে মিছিল নিয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা মেয়রের সঙ্গে দেখা করতে চান। পরে দীর্ঘ সময় ধরে সেখানে অপেক্ষা করেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দেখা না পেয়ে নগর ভবনের সামনেই অবস্থান নেয় তারা।

এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মতিঝিল, গুলিস্তান, ফার্মগেটসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে রাজধানীর বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে নটর ডেম কলেজের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর তারা গুলিস্তানের জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। ধীরে ধীরে তাদের সমাবেশ আরো বড় হয়। এ সময় তাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি নটরডেম কলেজের ওই শিক্ষার্থীকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। পরে দুপুরে চিকিৎসক তার মৃত্যুর খবর জানান। 

নিহত শিক্ষার্থীর নাম নাঈম হাসান (১৭)। সে কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

Link copied!