ডিজিটাল লটারির মাধ্যমে স্কুলে ভর্তি কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে চাই এবং ধীরে ধীরে সারা দেশে এ কার্যক্রম চালু হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, “করোনার কারণে লটারির ব্যবস্থা করেছি গতবছর। এই বছর পরীক্ষা নেওয়ার সুযোগ থাকার পরও লটারির মাধ্যমেই ভর্তি কার্যক্রম চালাচ্ছি। এর ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই।”
কোনোভাবেই পরীক্ষা নেওয়া যাবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “এ বছর আমরা জেলায় গিয়েছি, সামনে উপজেলায় যাব। ধীরে ধীরে সারা দেশে একসঙ্গে এই (লটারির মাধ্যমে ভর্তি) কার্যক্রম চালু হবে।”
ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির এই প্রক্রিয়া আমরা চলমান রাখতে চাই উল্লেখ করে দীপু মনি বলেন, “এর মাধ্যমে শিক্ষায় সমতা এবং ভালো স্কুলে ভর্তির অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হবে। পাশাপাশি অনৈতিক উপায়ে ভর্তির চেষ্টা বন্ধ হবে বলে আমি বিশ্বাস করি। এর বাইরে কোচিং-বাণিজ্যও বন্ধ হবে।”
অতিরিক্ত ভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা উল্লেখ করে দীপু মনি বলেন, “নানা অজুহাতে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় করে। আশা করি, তারা সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। যদি কেউ অতিরিক্ত ফি আদায় করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব।”
শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসার জায়গা নয়, এটা নৈতিকতা চর্চার জায়গা বলে তিনি মন্তব্য করেন।
বেসরকারি স্কুলে ভর্তির আবেদন আগামী ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। লটারি হবে ১৯ ডিসেম্বর রাজধানীর নায়েম ভবনে।