রাজধানীর উত্তরা দক্ষিণখান থানাধীন মধুবাগ মাস্টারপাড়া ইউনিসের বাড়ি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবরে চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে পাঠায় ফায়ার সার্ভিস।
আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদুল ইসলাম বলেন, “মোট চারটি ইউনিট ঘটনাস্থলে অগ্নি নির্বাপনের জন্য পাঠানো হয়। এর মধ্যে তিনটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।