• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘টিপু হত্যায় জড়িত কাউকে ছাড় নয়’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৯:৫৯ পিএম
‘টিপু হত্যায় জড়িত কাউকে ছাড় নয়’

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “খুনিদের দ্রুত ধরা হবে।”

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু খুনের ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। একই ঘটনায় গুলিতে কলেজছাত্রী প্রীতি হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।”

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, “এ ঘটনা নিয়ে যারা কলকাঠি নাড়ার চেষ্টা করবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। জড়িত কেউ রেহাই পাবে না। অতি দ্রুত অপরাধীরা ধরা পড়বে।”

আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, দুর্বৃত্তদের গুলিতে রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর হত্যাবিষয়ক বেশ কিছু তথ্য ও আলামত পেয়েছে র‍্যাব। মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদকের হত্যার ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে র‍্যাব।

র‍্যাবের মুখপাত্র বলেন, “টিপু হত্যার ঘটনায় বেশ কিছু মোটিভ আমরা পেয়েছি, যা পর্যালোচনা করছি আমরা।”

ওই র‌্যাব কর্মকর্তা বলেন, “বৃহস্পতিবার রাতে গুলিতে নিহতের ঘটনায় আমরা বেশ কিছু ফুটপ্রিন্ট সংগ্রহ করেছি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো আমরা পর্যালোচনা করছি। ঘটনায় শুটারদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শনাক্তের চেষ্টা করছি।”

খন্দকার আল মঈন বলেন, “র‍্যাব ছাড়াও সিআইডি, থানা-পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার একাধিক টিম কাজ করছে। আমি মনে করি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার মোটিভ উন্মোচন ও শুটারদের শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করা সম্ভব হবে।”

আজ সকালে শাহজাহানপুর থানায় মামলা করেন নিহতের স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। এ মামলায় তিনি কারো নাম উল্লেখ করেননি। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্ল্যা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিপু। জাহিদুল ইসলাম টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এ সময় সামিয়া আফরিন প্রীতি (২৪) নামের একজন রিকশা আরোহী নিহত হয়েছেন। প্রীতি বদরুন্নেসা কলেজের ছাত্রী ছিলেন। এ সময় গুলিবিদ্ধ হন টিপুর গাড়িচালক মুন্না। তিনি বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।
 

Link copied!