গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের পর তার অবর্তমানে দায়িত্ব পালনের জন্য তিন সদস্যের প্যানেল মেয়র মনোনীত করা হয়েছে।এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ বিকেল ৪টায় মন্ত্রণালয়ের নিজ কক্ষে এ ইস্যুতে কথা বলেন।
মন্ত্রণালয়ের স্বাক্ষরিত এক চিঠিতে নতুন প্যানেল মেয়র হলেন- সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা ও সংরক্ষিত ১০ ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা আক্তার।
এর আগে গাজীপুর প্যানেল মেয়রদের প্রধান আসাদুর রহমান কিরণ সিটি করপোরেশন ও সাবেক টঙ্গী পৌরসভার ৫ বার নির্বাচিত কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া বিগত সময়ে অধ্যাপক এম এ মান্নানের সময়ে দুই বছরের বেশি সময় মেয়রের দায়িত্ব পালন করেন কিরণ। পাশাপাশি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন তিনি।
এর আগে সাময়িক বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি বক্তব্য দিলে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ফেসবুকে ভাইরাল হওয়া চার মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ছাড়াও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, হেফাজতের প্রয়াত নেতা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে তার সখ্য ও রাষ্ট্রীয় দুটি সংস্থা নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করছেন মেয়র জাহাঙ্গীর।