• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কাপ্তান বাজারে আগুন : একজনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৮:২৮ এএম
কাপ্তান বাজারে আগুন : একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর কাপ্তান বাজার কসাইপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৮ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটে আগুন লাগে সেখানে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দেওয়ান আজাদ বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে ডাম্পিংয়ের সময় ঘটনাস্থলে একজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি পাইকারি দোকানে কর্মরত ছিলেন।

এছাড়া প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Link copied!