• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইয়াবাসহ ছাত্রলীগের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ১০:০০ এএম
ইয়াবাসহ ছাত্রলীগের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

গাজীপুর জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আলিয়া আক্তার রিয়া নামের তার এক নারী সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছয় হাজার ইয়াবা। 

বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর গাবতলী থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, গাবতলী এলাকায় অভিযান চালিয়ে এক নারী সহযোগীসহ জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর সরকার গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের গোদারচালা গ্রামের ইকবাল সরকারের ছেলে। 

জাহাঙ্গীর  গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইয়াবা কারবারে জড়িত থাকায় ২০ ডিসেম্বর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

এর আগে ১৮ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারের ভেতর থেকে ২৫ হাজার ইয়াবা জব্দ করে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় প্রাইভেট কারের চালকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে জানান ইয়াবা চালানটি জাহাঙ্গীর সরকারের।

এ সময় গোয়েন্দা পুলিশকে আরও জানতে পারে, ঢাকা উত্তর থেকে ময়মনসিংহের ভালুকা পর্যন্ত ইয়াবার একটি সিন্ডিকেটের হোতা জাহাঙ্গীর। তারা ইয়াবা এনে জাহাঙ্গীরের কাছে পৌঁছে দেন। পরে তার (জাহাঙ্গীর) লোক দিয়ে ওই সব এলাকায় বিক্রি করেন। ওই অভিযানে ইয়াবার চালানসহ চার সহযোগী ধরা পড়ার পরই গা ঢাকা দেন জাহাঙ্গীর সরকার। 

Link copied!