• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘আমরা দুই মেয়র মিলে পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৩:১০ পিএম
‘আমরা দুই মেয়র মিলে পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি’

ঢাকা নগর পরিবহন সেবা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে, সমাদৃত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আমরা দুই মেয়র মিলে পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি।’

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ঢাকা বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র।

তাপস বলেন, “৩০ দিনের মধ্যে ট্রান্সসিলভা আরও নতুন ২০ বাস যাত্রাপথে যুক্ত করবে। জাহান এন্টারপ্রাইজকে ৪০টি প্রস্তাবনা দেওয়া আছে। আমরা দুই মেয়র মিলে পরীক্ষায়  উচ্চ নম্বর পেয়েছি। দুটি কারণে ১০০ তে ১০০ নম্বর পেয়েছি। আনিসুল হক সাহেবের পরিকল্পনা বা স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত দুরূহ ছিল। সকলের সহযোগিতায় বাস্তবায়ন করতে পেরেছি।”

ডিএসসিসির মেয়র আরও বলেন, “আপনারা জানেন আমরা ৫০টি বাস দিয়ে চালু করেছি। এই বাস সংখ্যা বৃদ্ধির জন্য যাত্রীরা উৎসুক হয়ে আছেন। সেটা বৃদ্ধির লক্ষ্যে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। ট্রান্সসিলভা আরও ২০ বাস চালু করতে পারবে। এটা দ্রুত চালুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।” 

মেয়র তাপস বলেন, “গত সভায় আমারা সিদ্ধান্ত নিয়েছি আরও তিনটি পথ চালু হবে। তিনটি পথ চালুর অগ্রগতি পর্যালোচনা করেছি। এই যাত্রাপথগুলোকে আরও সুনির্দিষ্ট করেছি। ২২তম যাত্রা পথে ৫০টি বাস সেবা চালু করা হবে। ২৩ নম্বর যাত্রাপথে ১০০টি বাস এবং ২৬ নম্বর যাত্রাপথে ৭৫টি বাস চালু করা হবে। সব মিলিয়ে ২২৫টি বাস চালু হবে। আগামী ৯০ দিনের জন্য সময় দিয়ে বিজ্ঞপ্তি দেয়া হবে।”

সভা শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, “বাস রুট রেশনালাইজেশন আওতায় শহরের রুট যেগুলো আছে সেগুলোতে কিভাবে দ্রুত বাস সেবা দেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ২৩ নাম্বার রুট বসিলা শুরু করে মোহাম্মদপুর, শিয়া মসজিদ, শ্যামলী, কমলাপুর হয়ে সরাসরি চলে যাবে কাচপুর পর্যন্ত।”

ডিএনসিসির মেয়র বলেন, “রুট ১ ঘাটারচর থেকে শুরু করে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত চলে যাবে। আরেকটা রুট হবে ঘাটারচর থেকে শুরু হয়ে আজিমপুর হয়ে পোস্তাগোলা কদমতলী থানা পর্যন্ত। প্রতিদিন বিআরটিএ থেকে ঢাকায় ১০০০ থেকে ১২০০ গাড়ি নামছে সড়কে। এটাকে নিয়ন্ত্রণ করে সড়কে বাসের সংখ্যা বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করতে হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!