• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অচেতন অবস্থায় দুই ব্যবসায়ীকে উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৩:১৭ পিএম
অচেতন অবস্থায় দুই ব্যবসায়ীকে উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর থেকে দুই ক্রোকারিজ ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজিমপুরের মা ও শিশু হাসপাতাল সংলগ্ন ওভারব্রিজের পাশ থেকে তাদের উদ্ধার করা হয়।

তারা হলেন- ফয়সাল (৩১) ও কমল (৩২)।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। 

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে তাদেরকে স্টোমাক ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে লালবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোজাম্মেল বলেন, “আজিমপুরের মা ও শিশু হাসপাতাল সংলগ্ন ওভারব্রিজের পাশে বেলা সাড়ে ১১টার দিকে কিছু লোকের জটলা দেখতে পাই। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ওই দুই ব্যবসায়ী অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।”

মো. মোজাম্মেল আরও বলেন, “মিরপুরে ওই দুই ব্যবসায়ীর ক্রোকারিজের দোকান আছে। দোকানের মালামাল কিনতে মিটফোর্ড যাচ্ছিলেন তারা। তবে কোন গাড়িতে যাচ্ছিলেন তা জানা যায়নি। গাড়ির মধ্যে নেশা জাতীয় কিছু খাইয়ে তাদের দুজনকে মাতাল করা হয়। এরপর তাদের কাছে থাকা এক লাখ ২০ হাজার টাকা নিয়ে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।”

পরে তারা ওভারব্রিজের পাশে এসে অচেতন হয়ে যান বলে জানান তিনি।
 

Link copied!