• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

গাঁজার জুতা পরে হাঁটছেন যুবক, উদ্দেশ্য পাচার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪, ০৩:৪৯ পিএম
গাঁজার জুতা পরে হাঁটছেন যুবক, উদ্দেশ্য পাচার
গাঁজার জুতা। ছবি : সংগৃহীত

গাঁজা পাচারের কত অভিনব পন্থাই-না দেখা গেল। এবারেরটিও ব্যতিক্রম। জুতার মধ্যে গাঁজা। সেই জুতা পরে শহরে ঘুরছিলেন যুবক। উদ্দেশ্য ছিল, গাঁজা পাচার। তবে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ১০টায় রাজধানীর কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবকের নাম শাওন ব্যাপারী। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শাওন কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সীগঞ্জের কোনো এক মেলায় সরবরাহ করার জন্য নিয়ে যাচ্ছিলেন।
ওয়ারী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম শামীম জানান, শাওন তার পরনের জুতার ভেতরে করে অভিনব কায়দায় গাঁজা পাচার করছিলেন। ঘটনার দিন ওয়ারী থানার দায়িত্বরত পুলিশ দল তাকে সন্দেহভাজন হিসেবে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে তার দেহ তল্লাশি করে তার পরনের জুতার ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!