• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

কামরাঙ্গীরচরে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪, ০৩:০১ পিএম
কামরাঙ্গীরচরে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুতায়িত হয়ে মো. সাগর (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর কলেজ রোড এলাকার আইডিয়াল প্লাস্টিক কারখানায় এ দুর্ঘটনা হয়।

নিহত সাগর ওই কারখানারই কর্মী ছিলেন। তিনি ঝালকাঠি সদরের গগন গ্রামের মো. শাহিন মিয়ার ছেলে। তিনি কামরাঙ্গীরচরে একটি ভাড়া বাসায় থাকতেন।

সাগরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কাউসার বলেন, “আমি এবং সাগর আমরা দুজনেই আইডিয়াল প্লাস্টিক কারখানার কর্মচারী। আজ সকালে প্লাস্টিক কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে সাগর অচেতন হয়ে পড়ে। দ্রুততাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সাগর আর বেঁচে নেই।”

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Link copied!