• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

শুক্রবার কোথায় কী কর্মসূচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ০৯:৩৯ এএম
শুক্রবার কোথায় কী কর্মসূচি

রাজধানীসহ সারাদেশে এখন সরব রয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠন নানা কর্মসূচি পালন করছে দেশজুড়ে। প্রতিদিনের মতো শুক্রবারও (২ ডিসেম্বর) থাকছে নানা কর্মসূচি। কোথায়, কখন, কোন দলগুলো কী কর্মসূচি পালন করছে এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনরা কোথায়, কখন যাচ্ছেন তা জেনে নিন:


ঢাকা মহানগর ছাত্রলীগের সম্মেলন

  •  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করবেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়।

বাংলাদেশ মহিলা পরিষদের সভা

  • সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ঢাকা বিভাগীয় উপজেলা নারী ভাইস চেয়ারম্যানদের সঙ্গে ‘সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর ফলপ্রসূ অংশগ্রহণ: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নারী ভাইস চেয়ারম্যানদের ভূমিকা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর সভাপতিত্ব করবেন সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সভায় প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

মহিলা দলের কর্মীসভা

  • সকাল ১০টায় নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের বাড্ডা, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর, রূপনগর ও পল্লবী থানা মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা থাকছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।

পাড়া উৎসব

  • সকাল ১০টায় গুলশান-২-এর ৬২ নম্বর রোডে পাড়া উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। এর সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বিশেষ অতিথি হবেন। উৎসবে থাকবে ট্যালেন্ট শো, ম্যাজিক শো, স্ট্যান্ড-আপ কমেডি, পথনাটক, খেলাধুলা, ট্র্যাডিশনাল ও মডার্ন মার্শাল আর্টসসহ নানা আয়োজন।
Link copied!