• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

শনিবার কোথায় কী কর্মসূচি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৯:০৩ এএম
শনিবার কোথায় কী কর্মসূচি

রাজধানীসহ সারাদেশে এখন সরব রয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠন নানা কর্মসূচি পালন করছে দেশজুড়ে। প্রতিদিনের মতো শনিবার (১৭ ডিসেম্বর) থাকছে নানা কর্মসূচি। কোথায়, কখন, কোন দলগুলো কী কর্মসূচি পালন করছে এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনরা কোথায়, কখন যাচ্ছেন তা জেনে নিন:

রাষ্ট্রপতির কর্মসূচি

  • বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

  • সন্ধ্যা ৬টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রীর কর্মসূচি

  • সকাল সাড়ে ৮টায় ধানমন্ডিতে সুলতানা কামাল স্টেডিয়ামে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 
  • সকাল সাড়ে ১০টায় সিপিডি আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতি’ বিষয়ক আলোচনা ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন মন্ত্রী। 
  • সন্ধ্যা সাড়ে ৬টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কর্মসূচি

  • সকাল ১০টায়  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদ  সন্তান কমান্ড এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম আয়োজিত  বিজয়ী বাংলার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক।

ধর্ম প্রতিমন্ত্রীর কর্মসূচি

  • সকাল ১০টায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, (বিশুদ্ধানন্দ- শুদ্ধানন্দ মিলনায়তন) সবুজবাগ, ঢাকায় আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথি হিসেবে থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

নৌপরিবহন প্রতিমন্ত্রীর কর্মসূচি

  •  সকাল ১০টায় রমনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বিজয় দিবস জাতীয় টেনিস প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী।
  • সকাল ১১টায় মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে (১০ম তলা) মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
  • বিকেল ৪টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) পুরাতন ভবনের সেমিনার কক্ষে (২য় তলা) মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আইইবি ঢাকা কেন্দ্র আয়োজিত ‘বিজয়ের ৫২ বছর এবং স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা এবং পৌষ উৎসব-১৪২৯ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রতিমন্ত্রী।

আওয়ামী লীগের কর্মসূচি

  • সকাল ১১টায় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটি মঞ্চ পরিদর্শন করবে।
  • সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে ২২তম কাউন্সিল উপলক্ষে গঠিত স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
  • দুপুর ২টা ৩০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি ৩২ পর্যন্ত আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। 

সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আলোচনা সভা

  • সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির সংবাদ সম্মেলন

  • দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি। সেখানে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

হেফাজতে ইসলামের কর্মসূচি

  • সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানী ঢাকার গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

গণঅধিকার পরিষদের বিক্ষোভ

  • বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিজয় দিবসে দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।
Link copied!