ভারতের সঙ্গে প্রতিবেশীর মতো সম্পর্ক হবে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেছেন, “ভারত যদি মনে করে বিগত ১৬ বছর যেভাবে আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে শুষে নিয়েছে, সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না।”
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ায় ব্যক্তিগত এবং পারিবারিক সফরে এসে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ উল্লেখ করে সারজিস আলম বলেন, “ভারতের কিছু মেরুদণ্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রপাগান্ডা চালাচ্ছে, সাম্প্রদায়িক উসকানি দেওয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে।”
ব্যক্তিগত সফরের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, “বগুড়ায় আমি প্রথম এসেছি। বগুড়া নেমেই যা দেখেছি, তাতে মনে হয়েছে ৬৪ জেলার মধ্যে নামের কারণেই বগুড়া জেলা ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। বগুড়া নামের কারণেই ১৬ বছরে কোনো উন্নয়ন হয়নি।”
সারজিস আলম বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আলীর বাসায় পারিবারিক সফরে আসেন। বাবা-মা তার সঙ্গে ছিলেন।