• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৪ রজব ১৪৪৬
২১ আগস্ট গ্রেনেড হামলা

খালাস পেয়ে যা বললেন তারেক রহমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৯:৪০ পিএম
খালাস পেয়ে যা বললেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “সত্যের সৌন্দর্য হচ্ছে, এটি শেষ পর্যন্ত যেকোনো ষড়যন্ত্র ও প্রচারণার বিরুদ্ধে জয়লাভ করে আমাদের বিশ্বাস করতে শেখায় যে, শেষ পর্যন্ত ন্যায়বিচার ও স্বচ্ছতাই টিকে থাকে।”

রোববার (১ ডিসেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আসুন আমরা এই রাজনৈতিক প্রতিহিংসার ইতি টেনে নতুন ইতিহাস তৈরি করি। যেখানে রাজনৈতিক বিভেদের কারণের কারও জীবন বা পরিবার ধ্বংস হয়ে যাবে না।”

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমরা গণতন্ত্রের শক্তিকে সমুন্নত রাখার অঙ্গীকার করি যেখানে বিভিন্ন বিশ্বাস, ধর্ম ও আদর্শের মানুষ থাকবেন এবং নির্বাচনের অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করবেন।”

তারেক রহমান আরও বলেন, “এই যাত্রায় আমরা আইনের শাসন, মানবাধিকার, বাকস্বাধীনতা, অধিকারের সুরক্ষা ও সব নাগরিকের স্বাধীনতা নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক ও সহিষ্ণু সমাজ গড়ে তুলতে চাই।”

Link copied!