• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

তেহরানে বাংলাদেশিরা কী অবস্থায় আছেন, জানালেন পররাষ্ট্র সচিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৭:০২ পিএম
তেহরানে বাংলাদেশিরা কী অবস্থায় আছেন, জানালেন পররাষ্ট্র সচিব
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। ছবি : সংগৃহীত

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেছেন, “ইসরায়েলি হামলার কারণে ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও দূতাবাস কর্মচারীরা ভয়াবহ পরিস্থিতিতে আছেন।”

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রুহুল আলম সিদ্দিকী বলেন, “সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেহরান ছাড়াও আশপাশের দেশের শহরগুলোতে খোঁজখবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।”

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, “হামলার পরিণতি আরও ভয়াবহ হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে।”

রুহুল আলম সিদ্দিকী আরও বলেন, “ইরানের বেশিরভাগ অঞ্চল আক্রান্ত হয়েছে। ইসরায়েলি হামলার ভয়াবহতার ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে। এরইমধ্যে তেহরানে প্রবাসী বাংলাদেশি যারা আছেন, তাদের নিরাপদে দূরে কোথাও রাখার জন্য বলা হয়েছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!