• ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

ধানমন্ডিতে বিএনপি কর্মীকে কোপানোর ঘটনায় যা জানা গেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৬:৪৩ পিএম
ধানমন্ডিতে বিএনপি কর্মীকে কোপানোর ঘটনায় যা জানা গেল

রাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোডে সাইফ হোসেন মুন্না নামের বিএনপির এক কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। মুন্না কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির রাজনীতি করে বলে জানা যায়।

রোববার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে কলাবাগান এলাকার সেন্ট্রাল রোডের ভূতের গলির প্রবেশমুখে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, সড়কের ওপর সাইফ হোসেন মুন্নার গতিরোধ করেন একজন। এ সময় মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন আরও দুজন। আরেকটি মোটরসাইকেলে সেখানে হাজির হন আরেকজন। এ সময় মুন্নাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেন এক হামলাকারী। পরে মোটরসাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে একজন এলোপাতাড়ি কোপানো শুরু করেন। ওই ব্যক্তি কালো পাঞ্জাবি এবং হেলমেট পরা ছিলেন। প্রাণ বাঁচাতে দৌড় দেওয়ার চেষ্টা করলে অন্যরা মুন্নাকে ধরে মারধর করেন।

এ ঘটনায় সোমবার (১৯ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নিউমার্কেট থানায় একটি মামলা করা হয়েছে। আহত মুন্নার ছোট বোন জামিলা কবির লাবনী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- ভূতের গলির পুকুরপাড় এলাকার এমসি শুভ (৩৫), মামুন (৩২), রানা (৩৩), শামীম (৩১) ও মোবারক (৩৩)। মামলায় পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ করেছেন বাদী জামিলা কবির লাবনী।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী সাইফ হোসেন মুন্না নিউমার্কেট থানার ১০নং সেন্ট্রাল রোড পানির পাম্পের গলির মৃত জমির হোসেনের ছেলে। তাদের বাসা ভূতের গলির শেষ মাথায় চিলড্রেন হোম স্কুলের পাশে। মুন্না বিএনপির কর্মী।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, “মুন্নার ওপর হামলার ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল রোডের সুমাইয়া হোটেলের সামনে পাকা রাস্তার ওপর। এ ঘটনায় সোমবার দিবাগত রাত সোয়া ১২টা দিকে মামলা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।”

ওসি বলেন, “মুন্না বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সার্বক্ষণিক স্থানীয় বিএনপি নেতা মাইনুল হোসেনের সঙ্গেই থাকেন। মামলায় বাদী অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তার ভাইয়ের ওপর হামলা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। আসামিরা আত্মগোপন রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Link copied!