• ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ জ্বিলকদ, ১৪৪৪

স্ত্রীর ব্যাংকক যাওয়া প্রসঙ্গে যা বললেন আন্দালিব রহমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৬:২২ পিএম
স্ত্রীর ব্যাংকক যাওয়া প্রসঙ্গে যা বললেন আন্দালিব রহমান
আন্দালিব রহমান পার্থর সঙ্গে স্ত্রী শেখ শাইরা শারমিন। ছবি : সংগৃহীত

অবশেষে ব্যাংকক গেছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন। সঙ্গে রয়েছেন তার ছোট মেয়ে মদিনা বিনতে আন্দালিব। 

রোববার (১৮ মে) দুপুরে দেড়টায় থাই এয়ারওয়েজের টিজি-৩২২ ফ্লাইটে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি।

এর আগে মঙ্গলবার (১৩ মে) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার গতিরোধ করেছিল। তবে কী কারণে তাকে সেদিন যেতে দেওয়া হয়নি তা এখনো স্পষ্ট নয়। 

ধারণা করা হচ্ছে, শেখ পরিবারের সদস্য শেখ হেলালের মেয়ে হওয়ার কারণেই হয়তো তাকে আটকে দেওয়া হয়েছিল।

এ ব্যাপারে আন্দালিব রহমান পার্থ বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটা আগেও বলেছি। আইন মেনেই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক গেছে।”

Link copied!