• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই: আইনমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ০৩:১৯ পিএম
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “আমরা সামগ্রিকভাবে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের চেয়ে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা সরকারের সময়ে। আমি বলব, যেসব ক্ষেত্রে জনগণ বিচার পায়নি, সেসব ক্ষেত্রে বিচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

রোববার (১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নতুন বছর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, “আমরা বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠা করেছি। যারা মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তুলছে, তারা কিন্তু অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে কোনো কথা বলেননি। কাজেই তাদের বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য তা আপনারা নির্ধারণ করবেন।”

আইনমন্ত্রী আরও বলেন, “বিশৃঙ্খলা করলে প্রশ্রয় দেওয়া হবে না বরং আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুসারে ব্যবস্থা নেবে, এটা পরিষ্কার কথা। কারণ এখন জনগণ উন্নয়ন চায়।”

 

Link copied!