• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

উত্তরায় প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ‘ভাইরাল’, কী বলছে পুলিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৮:২১ পিএম
উত্তরায় প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ‘ভাইরাল’, কী বলছে পুলিশ
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার সড়ক থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, সড়ক দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে জবরদস্তি করে প্রাইভেট কারে তুলছেন তিন ব্যক্তি।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন নোমান আহমেদ নাফিজ নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ভর্তিচ্ছু।

নাফিজের ভাষ্য, জবরদস্তি করে প্রাইভেট কারে তোলার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হন ওই ব্যক্তিরা। এরপর গাড়িটি বিমানবন্দরের দিকে দ্রুত সটকে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কালো মাস্ক পরা এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে একটি সাদা প্রাইভেট কারে তুলছেন দুই ব্যক্তি। তখন পাশে দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তিও যোগ দেন। এরপর তারা ধাক্কা দিয়ে মাস্ক পরিহিত ব্যক্তিকে গাড়িতে তুলে ফেলেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আমরা ভিডিওটি পেয়েছি। কবের ঘটনা নিশ্চিত হওয়া যায়নি। আমার বিভাগের সকল অফিসারকে এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

তবে নোমান আহমেদ নাফিজ সংবাদমাধ্যমকে বলেন, “আমি আজমপুর থানায় গেলেও পুলিশের সহায়তা পাইনি। পুলিশ ঘটনা শুনে নাম ও মোবাইল নম্বর টুকে নেয়। আর ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠালেও এখনও তারা সিন করেনি।”

এক প্রশ্নের উত্তরে নাফিজ জানান, আশপাশের লোকজনের মতো তিনিও ভুক্তভোগীকে উদ্ধারে এগিয়ে যান। কিন্তু দুষ্কৃতকারীরা লোকজনকে মারধর শুরু করে। তখন তিনি গোপনে ঘটনার ভিডিও করেছেন। তবে সেই সময় গাড়ির নম্বর ধারণ করতে পারেননি। পরে সিসি ক্যামেরার ভিডিও থেকে গাড়ির নম্বর সংগ্রহ করেছেন।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, তারা সাদা পোশাকে কোনো অভিযান পরিচালনা করেনি, কাউকে গ্রেপ্তারও করেনি।
তথ্য : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!