• ঢাকা
  • সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২, ৩০ জমাদিউস সানি ১৪৪৭

মেট্রোরেল কার্ড রিচার্জে বড় সুখবর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১১:৫২ এএম
মেট্রোরেল কার্ড রিচার্জে বড় সুখবর

ঢাকাবাসীর যাতায়াতকে আরও সহজ এবং সুবিধাজনক করে তুলেছে মেট্রোরেল। যারা নিয়মিত মেট্রোরেল ব্যবহার করেন, তাদের পকেটে থাকে স্থায়ী কার্ড—র‍্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড। এর আগে এই কার্ড রিচার্জ করতে স্টেশনের নির্ধারিত কাউন্টারে গিয়ে দীর্ঘসময় লাইনে দাঁড়াতে হতো।

কিন্তু এবার বড় সুখবর, ২৫ নভেম্বর থেকে এখন আর স্টেশনে না গিয়ে অনলাইনে কার্ড রিচার্জ করার সুবিধা চালু হয়েছে। ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সকল ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এখন খুব সহজেই রিচার্জ করা যাবে।

বিকাশ দিয়ে রিচার্জ করার ধাপ:

১. বিকাশ অ্যাপে ঢুকে সাজেশন সেকশন থেকে ‘মেট্রোরেল’ নির্বাচন করতে হবে।

২. তারপর মোবাইলে https://www.rapidpass.com.bd/ ওয়েবসাইটটি খুলবে।

৩. নতুন হলে ‘নিবন্ধন’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ ও ওটিপি দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

৪. একবার নিবন্ধিত হলে পরবর্তী বার মোবাইল নম্বর বা ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে।

৫. ‘রিচার্জ’ অপশনে গিয়ে র‍্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড নির্বাচন করে টাকা উল্লেখ করুন।

৬. ‘পে উইথ বিকাশ’ বাটনে ক্লিক করে বিকাশ নম্বর দিয়ে নিশ্চিত করুন, ভেরিফিকেশন কোড ও পিন প্রদান করুন।

৭. রিচার্জ সফল হলে মোবাইলে এসএমএস দিয়ে নিশ্চিতকরণ বার্তা আসবে।

রিচার্জ সীমা ও ক্যাশব্যাক সুবিধা:

  • অনলাইনে সর্বনিম্ন রিচার্জ ১০০ টাকা, সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত।
  • বিকাশ ব্যবহার করলে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।
  • নগদ, রকেট ও ক্রেডিট কার্ড দিয়ে রিচার্জ
  • বিকাশের পাশাপাশি নগদ, রকেট ও ক্রেডিট কার্ড ব্যবহার করেও অনলাইনে রিচার্জ করা যাবে। এজন্য https://www.rapidpass.com.bd/ ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুসরণ করতে হবে।

অনলাইনে রিচার্জের শর্তাবলী:

  • কার্ড এভিএম মেশিনে স্পর্শ করার আগে রিচার্জ ‘পেন্ডিং’ হিসেবে থাকবে।
  • একবারে শুধুমাত্র একটি পেন্ডিং অনলাইন রিচার্জ থাকতে পারে। আগেরটি শেষ না হলে নতুন রিচার্জ করা যাবে না।
  • ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ কার্ড রিচার্জ করা যাবে না।
  • ব্যবহারকারী চাইলে রিচার্জের ৭ দিনের মধ্যে বাতিলের অনুরোধ করতে পারেন, তবে ৫% সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে।

 ব্ল্যাকলিস্টে থাকা কার্ডের পেন্ডিং ট্রানজেকশনের ক্ষেত্রে রিফান্ডের সুযোগ আছে, তবে ৫% সার্ভিস চার্জ কেটে নেওয়া হয়। বর্তমানে রিফান্ড কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে।

এভাবে মেট্রোরেল কার্ড রিচার্জ এখন অনেক বেশি সহজ, দ্রুত এবং সুবিধাজনক হয়ে উঠেছে। ঢাকাবাসী এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসে বা যেখান থেকে ইচ্ছা, খুব সহজেই রিচার্জ করে যাতায়াতের সমস্যায় আর হাত ঘুরাতে হবে না।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!