• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দুই দিনের সফরে ঢাকায় মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০৪:০৮ পিএম
দুই দিনের সফরে ঢাকায় মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
ছবি : সংগৃহীত

দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স সম্পর্কিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। সফরে তিনি কনস্যুলার ইস্যু নিয়ে আলোচনার জন্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

রোববার (১ অক্টোবর) সকালে তিনি মার্কিন দূতাবাস পরিদর্শন করেন।

ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, রেনা বিটার দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, তার সফর বিদেশে মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার প্রতি আমাদের গভীর ও টেকসই অঙ্গীকারকে তুলে ধরে।

সোমবার (২ অক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করবেন রেনা বিটার।

Link copied!