রাজধানীর যাত্রাবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে শনির আখড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোচালক মো. মমিন মিয়া (৩৭) ও মাছ ব্যবসায়ী যাত্রী মো. পলাশ (৫০)। আহতরা হলেন মো. শাহ আলী (৩৬) ও মো. সুমন (৪০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালমান বলেন, ভোরের দিকে শনির আখড়া ধনিয়া কলেজের সামনে থেমে থাকা ট্রাককে পেছন দিক থেকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ ৪ জন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমিন এবং পলাশকে মৃত ঘোষণা করেন। সুমন এবং শাহ আলী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।