• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

লায়লা আক্তার ধর্ষণ মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০১:১৮ পিএম
লায়লা আক্তার ধর্ষণ মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন
ছবি: সংগৃহীত

লায়লা আক্তার ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানমের আদালত এই আদেশ দেন।

এদিন আইনজীবী মাজেদুর রহমান আদালতে প্রিন্স মামুনের পক্ষের আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। লায়লার আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ হাজার টাকার মুচলেকায় মামুনের জামিন মঞ্জুর করেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মুহাম্মদ শাহজাহান গত ২৬ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। এরপর মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন এক নারী। পরদিন তাকে গ্রেপ্তার করা হয়। ১১ জুন তাকে কারাগারে পাঠানো হয়। গত ১ জুলাই আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলায় প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর লায়লার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে মামুন। পরে বিয়ের প্রলোভনে লায়লার সাথে একাধিকবার শারীরিক সর্ম্পক স্থাপন করে মামুন। এ নিয়ে বিয়ে কথা বললে ক্ষিপ্ত হয়ে মামুন লায়লাকে মারধর ও হত্যার চেষ্টা করেন। পরে ২০২৩ সালের ১২ ডিসেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন লায়লা আখতার। এ মামলায় তদন্ত শেষে গত বছরের ৩১ জানুয়ারি মামুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।

একই ঘটনায় বাদী লায়লাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় করা আরেক মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ ঢাকার সিএমএম আদালত। আগামী ১ মার্চ ওই মামলাটি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!