• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

এবারের বাজেট ‘কোদাল’ দিয়ে কাটা হয়েছে : রাশেদা কে. চৌধুরী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১২, ২০২৪, ০৫:০৯ পিএম
এবারের বাজেট ‘কোদাল’ দিয়ে কাটা হয়েছে : রাশেদা কে. চৌধুরী
বক্তব্য রাখছেন রাশেদা কে. চৌধুরী। ছবি : সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরের ঘোষণা করা বাজেট প্রত্যাশা পূরণ করেনি বলে মন্তব্য করেছেন বেসরকারি সংগঠন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী। তিনি বলেছেন, “অন্যান্য বাজেটকে ছুরি দিয়ে কাটা হলেও, এবারের বাজেট কোদাল দিয়ে কাটা হয়েছে।”

বুধবার (১২ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সিপিডি বাজেট সংলাপ ২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদা কে. চৌধুরী বলেন, “২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ থেকে বাদ দেওয়া হয়েছে। এগুলো শিক্ষা এবং স্বাস্থ্য খাত থেকে।”

রাশেদা কে. চৌধুরী বলেন আরও বলেন, “শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বাড়ানো হয় না। তাদের উপবৃত্তির নামে শুধুমাত্র ৫০০ টাকা দেওয়া হয়। এছাড়াও শিক্ষা গবেষণায় বরাদ্দ বাড়ানো হয় না। মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও শিক্ষা খাতে বরাদ্দ খুঁজে পাওয়া যায় না।”

Link copied!