তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় সেই শিক্ষার্থীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেল সোয়া ৪টার দিকে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান জানান, সেই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।