• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

শুক্রবার পর্যন্ত খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০১:১৮ পিএম
শুক্রবার পর্যন্ত খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

ঈদের আগে মঙ্গলবার ছিল শেষ কর্মদিবস। আজ থেকেই বিশেষ করে সরকারি চাকরিজীবীদের ছুটি শুরু হয়ে গেছে। এর মধ্যে শুক্রবার (২১ এপ্রিল) পোশাক কারখানাসংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।

এ বিষয়ে ১২ এপ্রিল বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান যাতে রপ্তানি বিল বিক্রয় এবং শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ করতে পারে, সে লক্ষ্যে এসব শাখা খোলা রাখতে হবে।

ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে, সেগুলো হলো ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্পসংশ্লিষ্ট ব্যাংক শাখা। এসব শাখা আজ ১৯ এপ্রিলসহ আগামীকাল ২০ ও পরের দিন, অর্থাৎ ২১ এপ্রিল খোলা রাখতে হবে।

এর মধ্যে আজ ১৯ এপ্রিল ও ২০ এপ্রিল ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। ২১ এপ্রিল ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!