• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের চরম দুর্ভোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪, ০১:১৮ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের চরম দুর্ভোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল থেকেই কাঁচপুর ব্রিজ থেকে শুরু করে দাউদকান্দি, কুমিল্লা, ইলিয়টগঞ্জ রুটে দীর্ঘ যানজট দেখা যায়।  

ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, একদিকে নির্বাচন, অন্যদিকে হরতাল। এ ছাড়া দুই দিন বন্ধ থাকায় ঘরমুখো মানুষের চাপ ও অতিরিক্ত যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।

চালকরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন দিনের ছুটিতে ঘরমুখো মানুষের চাপ ও অতিরিক্ত যানবাহনের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া নির্বাচনের কারণে ট্রাক-লরি চলাচলে বিধিনিষেধ থাকায় আজ ট্রাক লরির চাপ বেশি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!