• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

পড়াশোনা নিয়ে শাসন করায় স্কুলছাত্রের ‘আত্মহত্যা’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৯, ২০২৩, ০২:৪০ পিএম
পড়াশোনা নিয়ে শাসন করায় স্কুলছাত্রের ‘আত্মহত্যা’

রাজধানীর খিলগাঁওয়ে জাহিদুল ইসলাম ওরফে শাকিব (১৬) নামের এক স্কুলশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্কুলশিক্ষার্থীর পরিবার বলছে, পড়াশোনা নিয়ে শাসন করায় সে আত্মহত্যা করেছে।

রোববার (২৮ মে) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

জাহিদুল ইসলাম বনশ্রীর ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম আবদুর রহিম। তিনি পেশায় ঠিকাদার।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন বলেন, সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা জাহিদুলকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে। ঝুলন্ত লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এসআই মুরাদ হোসেন বলেন, জাহিদুলের বাবা থানায় একটি অপমৃত্যু অভিযোগ দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেছেন, ছেলেকে পড়াশোনার জন্য শাসন করায় সে অভিমান করে আত্মহত্যা করেছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!