• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য বিশেষ উদ্যোগ ডিএনসিসির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৯:০৪ পিএম
এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য বিশেষ উদ্যোগ ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে অভিভাবকদের বসার ও খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। রোদ থেকে রক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে ছাউনির। 

ডিএনসিসির ১০টি অঞ্চলে প্রতিটিতে দুইটি করে মোট ২০টি কেন্দ্রে এই ব্যবস্থা করা হয়েছে।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, “পরীক্ষার্থীরা হলে প্রবেশের পর থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অনেক অভিভাবক কেন্দ্রেই অপেক্ষা করেন। যেহেতু দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, তাই অভিভাবকদের বসার ও পানি পানের ব্যবস্থা করেছি। রোদে যেন তাদের কষ্ট না হয় সেজন্য ছাউনির ব্যবস্থা করা হয়েছে। অনেক কেন্দ্রে অভিভাবকদের জন্য এই সুবিধাগুলো থাকে না, তাই ডিএনসিসি থেকে এই উদ্যোগ নিয়েছি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!