জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, “আমাদের সমাজ ও জীবনে দুর্নীতির বিরূপ প্রভাব রয়েছে। সামাজিক বৈষম্য দুর্নীতির কারণে বৃদ্ধি পায়। দুর্নীতি অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মূল শর্ত সকল প্রকার দুর্নীতি সমাজ থেকে নির্মূল করা।”
বুধবার (৭ ডিসেম্বর) ইউএনডিপি বাংলাদেশ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের আয়োজিত ‘ইয়ুথ এগেইন্সট করাপশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্পিকার। সেখানে তিনি এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের তরুণ-তরুণীরা সমগ্র বিশ্বে মেধার স্বাক্ষর রেখে চলেছে। দুর্নীতি যেন এই সফলতাকে নষ্ট করতে না পারে। নবীন-প্রবীণের সমন্বয়ে দুর্নীতি নির্মূল করে দেশ ও জাতিকে এগিয়ে যেতে হবে।"
স্পিকার আরও বলেন, “পরিবার ও স্কুল থেকেই দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা নেওয়া জরুরি। মূল্যবোধকে জাগ্রত করে দুর্নীতির বিরুদ্ধে শৈশব থেকেই লড়াই করতে হবে।”
দেশের উন্নয়নের কথা তুলে ধরে স্পিকার বলেন, “২০০৯ থেকে ২০২২ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে। দুর্নীতি রোধে এই সরকার নিরলসভাবে কাজ করছে। বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ।”
রাজধানীর জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের প্ল্যানারি সেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফখরুল ইমাম এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, পীর ফজলুর রহমান এমপি ও শামীম হায়দার পাটোয়ারী।
‘দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্পিকার।