• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬
১০ মাসের মধ্যে সর্বনিম্ন

রেমিট্যান্স এক মাসেই কমল সাড়ে ৭ হাজার কোটি টাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০৭:৪১ পিএম
রেমিট্যান্স এক মাসেই কমল সাড়ে ৭ হাজার কোটি টাকা
রেমিট্যান্স। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে দেশব্যাপী ব্যাপক সহিংসতা আর প্রাণহানির কারণে চলতি বছরের জুলাই মাস সারা বিশ্বেই আলোচিত। সব কিছু অচল হয়ে পড়ায় রেমিট্যান্স প্রবাহ নিয়েও শঙ্কা দেখা দেয়। এর ওপর আবার ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় হতাশা দেখা দেয়। শেষ অবধি সেই আশঙ্কাই সত্যি হয়েছে। গত ১০ মাসের মধ্যে জুলাইয়ের সবচেয়ে কম রেমিট্যান্স এলো দেশে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, আগের মাস জুনে প্রবাসীরা দেশে পাঠান ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। অথচ সদ্য বিদায়ী জুলাইয়ে সেই রেমিট্যান্স কমে গিয়ে আসে ১৯০ কোটি মার্কিন ডলার। তথ্য পর্যালোচনায় দেখা যায়, জুনের তুলনায় জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহ কমেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা।

নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রতিমাসের প্রথম কার্যদিবসে আগের মাসের রেমিট্যান্সের তথ্য প্রকাশ করা হয়। তবে আগস্টের প্রথম কার্যদিবস বৃহস্পতিবার (১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক তা প্রকাশ করেনি।

সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হকের কাছে বিকেলে রেমিট্যান্সের তথ্য জানতে চান। তখন মুখপাত্র বলেন, রেমিট্যান্সের প্রতিবেদন সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। পরে বিকেলে প্রতিবেদন প্রকাশ না করে হোয়াটসঅ্যাপে শুধু জুলাই মাসে কত ডলার এসেছে তা জানান।

প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে আসে ২১১ কোটি ৩১ লাখ রেমিট্যান্স। এরপর ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৪৫ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ এবং জুনে আসে ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকাসহ নানা কারণে চলতি মাসে রেমিট্যান্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্দোলনে সহিংসতার বহু হতাহতের প্রতিবাদে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছেন অনেক প্রবাসী।

Link copied!