• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বৃষ্টি ও শীত কবে নামতে পারে, জানাল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০২:২৯ পিএম
বৃষ্টি ও শীত কবে নামতে পারে, জানাল আবহাওয়া অফিস
শীতের দিনে বৃষ্টি। ছবি : সংগৃহীত

দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে আগেভাগেই শীত নেমে আসারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৫ নভেম্বর) সকালে এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

গণমাধ্যমকে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। তবে বাংলাদেশের দিকে আসবে না, উত্তর ভারত এবং শ্রীলঙ্কার দিকে যাবে। পরে আবার সুস্পষ্ট লঘুচাপ, লঘুচাপে পরিণত হবে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ নভেম্বর) উপকূলে বৃষ্টি হতে পারে।

বৃষ্টির প্রভাবে শীত বিস্তার করবে কিনা জানতে চাইলে আফরোজা সুলতানা  বলেন, “সেই সম্ভবনা রয়েছে। তবে বৃষ্টির কারণে শীত বাড়লেও, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শীতের রেশ কিছুটা কমে আসবে। এরপরই ফাইনালই শীত বিস্তার করবে।”

নভেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।

এর আগে শনিবার (২৩ নভেম্বর) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, সেটি নিয়ে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হলো।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!