• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি


সাভার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ০২:৪৯ পিএম
জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার (২৫ এপ্রিল) বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের সরকারি প্রকৌশলী মিজানুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন নতুন রাষ্ট্রপতি। এর জন্য জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তারজনিত কারণে ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েক শ বিশিষ্ট অতিথি যোগ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মো. সাহাবুদ্দিন ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন।

Link copied!