• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

অবশেষে পিটুনির শিকার সেই কিশোরীকে খুঁজে পেয়েছে পুলিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ১১:২২ এএম
অবশেষে পিটুনির শিকার সেই কিশোরীকে খুঁজে পেয়েছে পুলিশ
ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় আপন কফি হাউজের সামনে লাঠিপেটার শিকার হয় এক কিশোরী। তার নাম লামিয়া আক্তার (১৪)। তাকে খুঁজছিল পুলিশ। অবশেষে তার খোঁজ পেয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই কিশোরীর খোঁজ পাওয়া গেছে। তার নাম লামিয়া। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।’

সম্প্রতি ওই কিশোরীকে লাঠিপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়।

ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউজে কর্মরত দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। ওই কিশোরীকে মারধরের ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারীকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. রাকিবুল হাসান এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন- প্রতিষ্ঠানটির ম্যানেজার আল-আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

এর আগে, সোমবার (১৪ এপ্রিল) ওই দুই কর্মীকে আটক করে রামপুরা থানা পুলিশ। পরে নারীর প্রতি সহিংসতার অপরাধে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!