• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কবি আজিজুর রহমান আজিজ আর নেই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৬:৪৬ পিএম
কবি আজিজুর রহমান আজিজ আর নেই
কবি আজিজুর রহমান আজিজ। ছবি: সংগৃহীত

কবি, গীতিকার ও ঔপন্যাসিক আজিজুর রহমান আজিজ মারা গেছেন। সোমবার (৯ অক্টোবর) আনুমানিক রাত ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। এম. আজিজুর রহমারের ছোট ছেলে যুগ্ম সচিব আহসানুল আজিজ পলক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসানুল আজিজ পলক বলেন, ‘‘গত প্রায় একমাস ধরে বাবা ডান পায়ে ব্যথায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা নেওয়ায় এখন অনেকটা সেরেও উঠেছিলেন। আজ সন্ধ্যার পরে হঠাৎ তার খারাপ লাগছিল। তাতক্ষণিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’

কবি আজিজুর রহমানের মৃত্যুতে এক শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘‘এই শহরের জীবন্ত কবি নামে খ্যাত আজিজুর রহমান আজিজের প্রকাশিত বহু গল্প, কবিতা, উপন্যাস ও গান পাঠক সমাজে বেশ জনপ্রিয়। তার মৃত্যু বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে সাহিত্যপ্রমী মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’’

পেশাগত জীবনে এম. আজিজুর রহমান জনপ্রশাসনের একজন সদস্য ছিলেন। এবং ২০০১ সালে সচিবের পদ থেকে অবসর জীবন গ্রহণ করেন। ২০১০ তিনি বাংলাদেশের প্রথম প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করেন এবং এই কমিশনকে কাঙ্খিত পর্যায়ে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের বাের্ড অব ট্রাস্টিজের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ইসলামী ফাউন্ডেশনের বাের্ড অফ গর্ভনরস এর অন্যতম গৰ্ভরনসও ছিলেন। আজিজুর রহমান আজিজ এর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় শতাধিক। এছাড়াও গীতিকার ও সুরকার হিসেবে নিজস্ব ধ্যান-ধারণার বিকাশ ঘটাতে শেকড়ের সন্ধানে নিজেকে সদা ব্যস্ত রেখেছেন

Link copied!