• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

‘নগদ’ পরিচালনায় প্রশাসককে আপিল বিভাগের অনুমতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২, ২০২৫, ০২:৫৫ পিএম
‘নগদ’ পরিচালনায় প্রশাসককে আপিল বিভাগের অনুমতি
নগদের লোগো। ফাইল ফটো

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’র পরিচালনায় নিয়োজিত প্রশাসকের কার্যক্রমে আর কোনো আইনগত বাধা থাকল না। চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।

রোববার (২ জুন) প্রধান বিচারপতির সিনিয়র সদস্য বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে আইনজীবী বি এম ইলিয়াস কচি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “চেম্বার আদালত যে আদেশ দিয়ে ‘নগদ’-এ প্রশাসক নিয়োগ স্থগিত করেছিলেন, সেটি আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। ফলে এখন প্রশাসক তার দায়িত্ব পালন করতে পারবেন—এতে আর কোনো আইনগত জটিলতা নেই।”

এর আগে ‘নগদ’-এ প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হলে চেম্বার আদালত তা স্থগিত করেছিলেন। তবে আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে পুনরায় প্রশাসকের কার্যক্রম চালু রাখতে সবুজ সংকেত মিলেছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!