• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

বিএনপির কারণে এক-এগার সৃষ্টি হয়েছিল : হানিফ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০১:৩৪ পিএম
বিএনপির কারণে এক-এগার সৃষ্টি হয়েছিল : হানিফ
ফাইল ছবি

বিএনপির কারণে দেশে ১/১১ সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি ও জামায়াতে সকল ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করা হব।

বুধবার (১১ জানুয়ারি) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, “স্বাধীন বাংলাদেশে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তারা রাজপথে কোনো ধরনের সহিংসতা করলে, রাজপথেই গুড়িয়ে দিতে হবে। এই অপশক্তিকে দেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে হবে।”

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুন্নবী চৌধুরী সাগরের পরিচালনায় আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আবদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

Link copied!