• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

শেখ হাসিনার দেশে কেউ না খেয়ে থাকবে না : ত্রাণ প্রতিমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ০৮:১৩ পিএম
শেখ হাসিনার দেশে কেউ না খেয়ে থাকবে না : ত্রাণ প্রতিমন্ত্রী
করাইল বস্তি পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। ছবি : সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, “শেখ হাসিনার বাংলাদেশে কেউ দুর্যোগের কারণে না খেয়ে থাকবে না।”

বুধবার (২৭ মার্চ) রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি শেষে তিনি এসব কথা বলেন।

মহিববুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রীসহ অন্যান্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।”

এর আগে সোমবার (২৫ মার্চ) রাজধানীর গুলশানের করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত এলাকায় টিন, শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্রতিদিন ইফতারিসহ খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে।

পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

Link copied!