• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

আজ ব্যাংক থেকে এক লাখ টাকার বেশি তোলা যাবে না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ১০:৪৯ এএম
আজ ব্যাংক থেকে এক লাখ টাকার বেশি তোলা যাবে না
ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (৮ আগস্ট) নিরাপত্তার স্বার্থে ব্যাংকের এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে আজ (৮ আগস্ট) রাতে। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে বুধবার (৭ আগস্ট) রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের জরুরি বার্তায় বলা হয়, এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

এ সিদ্ধান্ত শুধু আজকের (বৃহস্পতিবার) জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

Link copied!