• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

এডুকেশন অ্যান্ড সলিডারিটি অরগাইজেশনের নতুন কমিটি ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৪:০০ পিএম
এডুকেশন অ্যান্ড সলিডারিটি অরগাইজেশনের নতুন কমিটি ঘোষণা

রাজধানী খিলগাঁওয়ে বেসরকারি সামাজিক সংস্থা এডুকেশন অ্যান্ড সলিডারিটি অরগাইজেশনের (এসো) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ডা. সারিয়া নাফিয়া বর্ণা সভাপতি ও নাসরিন আক্তার ডলি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারা আগামী দুই বছর (২০২৩-২৪) এ দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সংস্থাটির কার্যালয়ে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার সারিয়া গুলশান প্রমি।  

১৩ সদস্যের কমিটির সহ-সভাপতি নাহিমা সুলতানা রেখা, সহ-সাধারণ সম্পাদক ইসমত আরা, কোষাধ্যক্ষ সিলভিয়া সুলতানা।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আফরোজা বেগম, ফারহানা জিনিয়া, শাহিন আক্তার, মেহেরুন নেসা, রাজীব হোসেন, মাধবী গুপ্তা, নাসিমা আক্তার, শামিমা ইসলাম।

আগামী ২৫ সেপ্টেম্বর এ কমিটি দায়িত্ব নেবে।

নতুন কমিটির সাধারণ সম্পাদক সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

ভারতেশ্বরী হোমসের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এডুকেশন অ্যান্ড সলিডারিটি অরগাইজেশন (এসো) ২০১৫ সাল থেকে নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য নিয়ে কাজ করে আসছে।

বিজ্ঞপ্তি

Link copied!