• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বাসা ছেড়ে দেওয়া ভাড়াটেদের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০১:২০ পিএম
বাসা ছেড়ে দেওয়া ভাড়াটেদের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় গত ১৫ নভেম্বর যুক্তরাজ্যপ্রবাসী চিকিৎসক আব্দুর রশিদকে হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন নাঈম, রিফাত ও শাওন। দুই সপ্তাহ পর তাদের গ্রেপ্তার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পাঠানো হয়েছে আদালতে।

উপকমিশনার মাসুদ আলম জানান, আসামিদের দুজন আব্দুর রশিদের বাসার ভাড়াটে ছিলেন। দীর্ঘদিন ধরেই ভাড়াসংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। জিম্মি করে টাকা আদায়ের জন্যই তারা পরিকল্পনা করে ডাকাতির জন্য এই চিকিৎসক দম্পতির বাসায় যায়।

তিনি আরও জানান, ডাকাতির এক পর্যায়ে বাধা দিতে গিয়ে ছুরির আঘাতে আব্দুর রশিদ নিহত হন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!