• ঢাকা
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মুহররম ১৪৪৬

বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা করতে ভারতের চিঠি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৩:৩৬ পিএম
বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা করতে ভারতের চিঠি
আহতরা চিকিৎসা নিচ্ছেন। ছবি : সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে আগ্রহের কথা জানিয়ে সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারত। 

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়। 

হাইকমিশনের বার্তায় বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, আজ ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে। 

চিঠিতে দুর্ভাগ্যজনক এ ঘটনায় আহতদের চিকিৎসায় চিকিৎসাসেবা সহায়তার প্রয়োজন হলে তা জানাতে বলা হয়েছে। 

এক্ষেত্রে ভারতীয় হাইকমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

Link copied!