• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

অবরোধ বন্ধ চেয়ে রিজভীকে লিগ্যাল নোটিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৭:৪৯ পিএম
অবরোধ বন্ধ চেয়ে রিজভীকে লিগ্যাল নোটিশ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী।

মঙ্গলবার (১৪ নভেম্বর) চলমান হরতাল-অবরোধ বন্ধের নির্দেশনা চেয়ে রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিরাজুল ইসলাম।

নোটিশে বলা হয়, আগামী ১৭ নভেম্বর বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তকরণের পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিতে সারাদেশ থেকে হাজার-হাজার পরীক্ষার্থী ঢাকায় আসবেন। কিন্তু চলমান হরতাল-অবরোধের কারণে তাদের যাতায়াতের মারাত্মক সমস্যা হবে। তাদের পরীক্ষায় অংশ নেওয়ার পরিবেশ তৈরি করে দিতে নোটিশে অনুরোধ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, হরতাল-অবরোধে সাধারণ নাগরিকের অনেক ধরনের ক্ষতি হচ্ছে। গাড়ি পোড়ানো হচ্ছে। এমনটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পোড়ানো হচ্ছে। বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে উদ্যোগ না নিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
 

Link copied!