• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

পদযাত্রা বাদ দিয়ে নির্বাচনে যাত্রা করুন : কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ১২:৫৪ পিএম
পদযাত্রা বাদ দিয়ে নির্বাচনে যাত্রা করুন : কাদের

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নীরবযাত্রা, পদযাত্রা, আন্দোলনের যাত্রা না করে নির্বাচনের যাত্রাটা শুরু করেন।”

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্প পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন মাত্র শুরু হয়েছে। এই উদ্বোধনের জ্বালায় বিরোধী দল অন্তর জ্বালায় ভুগছে। কত যে জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, মেট্রো রেলের জ্বালা, উড়াল সেতুর জ্বালা, ১০০ সেতুর জ্বালা...। অন্তর জ্বালায় মরে যাচ্ছে।”

বিএনপির আন্দোলনের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, “বিএনপির আন্দোলন, সরকার পতন, লাল কার্ড সব ভুয়া। সবই ভুয়া। ৫৪ দল ভুয়া, ২৭ দফা ভুয়া। ডান আর বাম এক কাতারে একাকার।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “শুরু করেছে বিক্ষোভ দিয়ে, এখন হচ্ছে নীরব পদযাত্রা। সব হারিয়ে বিএনপি এখন নীরব পদযাত্রায় নেমেছে। আন্দোলন ডুবে গেছে বঙ্গোপসাগরে।”

ওবায়দুল কাদের বলেন, “এ মাটি, এ মানুষের মাঝে শেখ হাসিনার অস্তিত্ব। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ডিসেম্বরে ফাইনাল খেলা। প্রস্তুত থাকুন। বিজয় আমাদের হবে “

Link copied!