• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ১০:৫৮ এএম
আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চন্দন দাস

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে ভৈরব রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া। তিনি জানান, ভৈরব ও চট্টগ্রামের কোতোয়ালি থানা-পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া চন্দন চট্টগ্রামের বান্ডেল রোড সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। তিনি মামলার ১ নম্বর আসামি। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এই দিন সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন।

এ ঘটনার ৪ দিন পর গত ৩০ নভেম্বর সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন ও ছোট ভাই খান এ আলম বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় দুটি মামলা করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!